ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট ফেরত দেওয়া নিয়ে মাস্কের জরিপ

আন্তর্জাতিক ডেস্ক

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট ফেরত দেওয়া উচিত কি না, এ নিয়ে টুইটারে একটি জরিপ চালাচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমটির নতুন মালিক ইলন মাস্ক। প্রাথমিক ফলাফল দেখা যায়, ৬০ শতাংশ ব্যবহারকারী ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন। খবর রয়টার্সের।

মাস্ক নিজের অ্যাকাউন্টে ‘ভক্স পপুলি, ভক্স দেই’ বাক্যটি টুইট করেন; যার অর্থ দাঁড়ায়, ‘জনতার কণ্ঠস্বর, ঈশ্বরের কণ্ঠস্বর’। এই জরিপ চলবে ২৪ ঘণ্টা।

universel cardiac hospital

টুইটারের নতুন মালিক মাস্ক মে মাসে বলেছিলেন, টুইটারে ট্রাম্পকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত তিনি বাতিল করবেন। গত বছর যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে হামলার পর ট্রাম্পের অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছিল।

অবশ্য দিনের শুরুতে ট্রাম্প বলেছেন, তাঁর অ্যাকাউন্ট ফেরত দেওয়ার সিদ্ধান্ত এখনো হয়নি। নিষিদ্ধ ও স্থগিত কয়েকটি বিতর্কিত অ্যাকাউন্ট ফেরত দিয়েছে টুইটার। এসব অ্যাকাউন্টের মধ্যে রয়েছে ব্যঙ্গাত্মক ওয়েবসাইট বেবিলন বি ও কৌতুক অভিনেতা ক্যাথি গ্রিফিনের অ্যাকাউন্ট।

শেয়ার করুন