ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ১৬২

আন্তর্জাতিক ডেস্ক

জাভা দ্বীপে ভূমিকম্পে বহু মানুষ আহত হয়েছেন, হাসপাতালের ভেতরে জায়গা না হওয়ায় বাইরেই তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ছবি : রয়টার্স

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে ১৬২ জন নিহত হয়েছেন। এছাড়া আরও শতাধিক মানুষ আহত হয়েছেন। আঞ্চলিক গভর্নর রিদওয়ান কামিল সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

এর আগে সোমবার (২১ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১২টা ২১ মিনিটে ইন্দোনেশিয়ায় আঘাত হানে ৫ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প।

universel cardiac hospital

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পে আহত বহু মানুষকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আবার অনেককে চিকিৎসা দেওয়া হচ্ছে হাসপাতালের বাইরে।

এছাড়া ধসেপড়া ভবনের নিচে আটকে থাকা মানুষদের বাঁচানোর জন্য উদ্ধারকারীরা রাতেও কাজ করছেন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সিয়ানজুর এলাকা থেকে ১৮ কিলোমিটার দূরে এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

শেয়ার করুন