জঙ্গিকে জামিন দিয়ে দুইদিন পর প্রত্যাহার করলেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক

হাইকোর্ট
ফাইল ছবি

ময়মনসিংহ থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য শোয়াইব আহম্মদকে দেওয়া জামিন প্রত্যাহার করেছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চ জামিন প্রত্যাহার করে নেন। গত রোববার ওই আসামিকে ছয় মাসের জামিন দিয়েছিলেন একই বেঞ্চ।

এ ব্যাপারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমদ ভূঁইয়া বলেন, ২০ নভেম্বর শোয়াইবকে জামিন দেন হাইকোর্ট। আমরা এর বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নিয়েছিলাম। আর ওই দিনই ঢাকার আদালত থেকে দুই জঙ্গি পালিয়ে যায়। এরই পরিপ্রেক্ষিতে আদালত জামিন প্রত্যাহার করেছেন।

universel cardiac hospital

গত বছরের আগস্টে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানাধীন বয়ড়া গ্রামে অভিযান চালিয়ে আনসার আল ইসলামের সদস্য শোয়াইব আহম্মদ ও হুজাইফা আহমেদকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়। এ মামলায় নিম্ন আদালতে জামিন চেয়ে ব্যর্থ হয়ে হাইকোর্টে আবেদন করেন শোয়াইব।

শেয়ার করুন