মিছিলে উত্তাল স্বাচিপ সম্মেলন, আসছে নেতা-কর্মীরা

নিজস্ব প্রতিবেদক

সংগৃহীত ছবি

বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থক চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) পঞ্চম জাতীয় ত্রিবার্ষিক সম্মেলন আজ। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তবে, সমাবেশ শুরুর দেড় থেকে দুই ঘণ্টা আগেই মিছিল-স্লোগানে উত্তাল স্বাচিপ সম্মেলন। নেতা-কর্মীরা বলছেন, দীর্ঘ সাত বছর পর এ যেন চিকিৎসক নেতা-কর্মীদের মিলনমেলা।

universel cardiac hospital

শুক্রবার (২৫ নভেম্বর) দুপুর ১টায় সোহরাওয়ার্দী উদ্যান গেইটে সরেজমিনে দেখা যায়, ভেতরে ঢুকতে নেতা-কর্মীদের দীর্ঘ লাইন। দুপুরের তপ্ত রোদ থেকে বাঁচতে লাইনে দাঁড়িয়ে মাথার ওপর কেউ ধরে রেখেছেন ক্যাপ, কেউবা দাওয়াতি কার্ড।

এ সময় সারা দেশ থেকেই বিভিন্ন স্লোগান-মিছিলে নেতা-কর্মীরা সোহরাওয়ার্দী উদ্যান গেইটে জড়ো হতে থাকে। নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘ একটা সময়ের পর এটাই চিকিৎসকদের বড় জমায়েত হতে চলেছে। দীর্ঘ ৭ বছর পর স্বাচিপ সম্মেলনে আসতে পেরে নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।

জানা গেছে, এবারের সম্মেলনে কমিটি নিয়ে থাকবে বিশেষ চমক। আওয়ামী লীগের একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, সভাপতি-মহাসচিবসহ কমিটিতে নতুনত্ব আসার সম্ভাবনা রয়েছে।

স্বাচিপ সূত্র জানিয়েছে, আজ শুক্রবার দুপুর আড়াইটায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে সারা দেশ থেকে আসা ১৫ হাজারেরও অধিক স্বাচিপ নেতা-কর্মীরা এই সম্মেলনে অংশ নিবেন।

শেয়ার করুন