ফিফার টুইটে বাংলাদেশে মেসির গোল উদ্‌যাপনের ভিডিও

ক্রীড়া প্রতিবেদক

শনিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল হয়ে ওঠে যেন একটুকরা লুসাইল স্টেডিয়াম। বিশ্বকাপ শুরু হতেই এ হলের বড় পর্দায় দল বেঁধে খেলা দেখছেন হাজার হাজার দর্শক। গতকাল রাতেও এর ব্যতিক্রম ছিল না। শুধু মুহসীন হল না, বাংলাদেশের অন্য অনেক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেও দেখা গেছে এমন দৃশ্য।

মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনার বাঁচা–মরার লড়াই দেখতে জড়ো হয়েছিলেন অনেকে। লিওনেল মেসি প্রথম গোলটি করতেই বাঁধভাঙা উল্লাসে মেতে ওঠেন আর্জেন্টিনার সমর্থকেরা। এ সময় নেচেগেয়ে প্রিয় দলের জয় উদ্‌যাপন করেন সবাই। আর এমন দৃশ্যের ভিডিও এবার টুইট করেছে ফিফা।

ফিফার অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে এই ভিডিও পোস্ট করার পর লেখা হয়েছে, এটাই ফুটবলের শক্তি। বাংলাদেশের আর্জেন্টিনা–সমর্থকেরা এভাবেই লিওনেল মেসির গোল উদ্‌যাপন করছে।

প্রিয় দলের খেলা দেখতে প্রতি রাতেই উৎসবের আমেজে পূর্ণ থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। সন্ধ্যা লাগতেই টিএসসির, হাজী মুহম্মদ মুহসীন হলের খেলার মাঠসহ অন্য জায়গা কানায় কানায় পরিপূর্ণ হয়ে পড়ে।

জার্সি গায়ে, পতাকা হাতে প্রিয় দলের খেলা দেখতে আসেন সমর্থকেরা। অনেকে সঙ্গে নিয়ে আসেন ভুভুজেলা বাঁশি। অনেকে আবার ঢাকঢোলসহ অন্যান্য বাদ্যযন্ত্রের তালে তালে খেলা উপভোগ করেন।

বিশ্বকাপ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)। এ ছাড়া হলে হলে ও ডাস চত্বরে বড় পর্দায় প্রিয় দলের খেলা দেখতে দর্শকদের উপস্থিতি চোখে পড়ে।

বিশ্বকাপ শুরুর আগে থেকেই অবশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে উৎসবের আমেজ লেগেছে। বিভিন্ন হলে উড়ছে প্রিয় দলের পতাকা।

শেয়ার করুন