জিপিএ ৫ পেলো দুই লাখ ৬৯ হাজার শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

ফাইল ছবি

চলতি বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় জিপিএ ৫ এর সংখ্যা বেড়েছে। এবার মোট জিপিএ ৫ পেয়েছে ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন পরীক্ষার্থী। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডে জিপিএ ৫ পেয়েছে ২ লাখ ৩৩ হাজার ৭৬৩ জন।

এছাড়া এবার গড়ে ৮৭ দশমিক ৪৪ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে। তবে গত বছর থেকে এই পাসের হার কম।

universel cardiac hospital

গত বছর এসএসসিতে পাস করেছিল ৯৩ দশমিক ৫৮ শতাংশ, আর জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৮৩ হাজারের বেশি।

এদিকে ২০২২ সালে এসে ছাত্রীরা জিপিএ ৫ পেয়েছে বেশি। এর সংখ্যা ১ লাখ ৪৮ হাজার ৪৪৬ জন। অন্যদিকে ছাত্রদের মধ্য ১ লাখ ২১ হাজার ১৫৬ জন জিপিএ ৫ পেয়েছে।

সোমবার (২৮ নভেম্বর) দুপুরে গণভবন থেকে অনলাইনে সংযুক্ত হয়ে ফলের আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরইমধ্যে ফল প্রত্যাশীরা সংশ্লিষ্ট ওয়েবসাইট ও খুদেবার্তার মাধ্যমে ফল দেখতে পাচ্ছেন।

এ বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে ২০ লাখের বেশি শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়। মোট তিন হাজার ৭৯০টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় পরীক্ষা।

শেয়ার করুন