নয়াপল্টনেই সমাবেশের সিদ্ধান্ত বিএনপির

নিজস্ব প্রতিবেদক

বিএনপি
ফাইল ছবি

বিএনপির ঢাকা বিভাগের গণসমাবেশের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) অনুমতি দিয়েছে। তবে বিএনপির পছন্দমতো নয়াপল্টনে নয়, সোহরাওয়ার্দী উদ্যানে সেই সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। বিএনপি বলছে, তাদের এখন পর্যন্ত সিদ্ধান্ত নয়াপল্টনেই সমাবেশ করার।

আগামী ১০ ডিসেম্বর বিএনপি ঢাকায় সমাবেশ করবে। এ সমাবেশ নয়াপল্টনে করতে ডিএমপির কাছ থেকে বরাবর অনুমতি চেয়েছিল তারা। আজ মঙ্গলবার ডিএমপি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দিয়েছে। এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, আমরা সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতিই চাইনি। আমাদের এখন পর্যন্ত সিদ্ধান্ত নয়াপল্টনেই সমাবেশ করার। ডিএমপি যে চিঠি দিয়েছে, সেটা নিয়ে কেন্দ্রীয় নেতারা আলোচনায় বসবেন।

universel cardiac hospital

বিএনপির ঢাকার সমাবেশ ঘিরে বেশ কিছুদিন ধরেই রাজনৈতিক অঙ্গনে উত্তাপ। সরকার নয়াপল্টনের ব্যাপারে শুরু থেকেই নারাজ। বিএনপিও এখানে করার ব্যাপারে অটল মনোভাব দেখিয়ে আসছে। শুরুতে ঢাকার বাইরে পূর্বাচলের মতো কোনো জায়গায় যেন বিএনপি সমাবেশ করে, সে কথা বলে আসছিলেন সরকার দলীয় নেতারা।

অবশ্য ২৫ নভেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে অনুমতি দেওয়া হবে। এ ছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও নয়াপল্টনে সমাবেশ না করতে দেওয়ার বিষয়ে ইঙ্গিত দিয়েছেন।

শেয়ার করুন