বাইডেনের শর্তে রাজি নয় ক্রেমলিন

আন্তর্জাতিক ডেস্ক

রুশ প্রসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ

ইউক্রেন যুদ্ধ অবসানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এ নিয়ে কিছু শর্তও দিয়েছেন তিনি। তবে ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাইডেনের শর্ত মানতে রাজি নয় তারা। আর ইউক্রেনে রাশিয়ার অভিযান চলবে। খবর এএফপির।

আজ শুক্রবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, বাইডেন বলেছেন পুতিন যদি ইউক্রেন ত্যাগ করেন, তাহলেই কেবল আলোচনায় বসা সম্ভব। নিশ্চিতভাবেই মস্কো ওই শর্ত মেনে নিতে প্রস্তুত নয়। ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান চলবে।

universel cardiac hospital

যুক্তরাষ্ট্রে সফররত ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সঙ্গে গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটনে যৌথ সংবাদ সম্মেলন করেন বাইডেন। সেখানে তারা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়েও কথা বলেন। এ সময় বাইডেন বলেন, পুতিনের যদি আসলেই যুদ্ধ বন্ধের ইচ্ছা থাকে, তাহলে আমি আলোচনায় বসতে প্রস্তুত।

সাংবাদিকদের আজ পেসকভ বলেন, রাশিয়ার স্বার্থের বিষয়টি বিবেচনায় নিয়েই বাইডেনের সঙ্গে আলোচনায় বসতে রাজি ছিলেন পুতিন। তবে ওয়াশিংটনের অবস্থান সম্ভাব্য আলোচনা জটিল করে তুলছে।

শেয়ার করুন