পূর্বাচল, ইজতেমা মাঠ বা কামরাঙ্গীরচরে যেতে পারে বিএনপি: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ড. হাছান মাহমুদ
ফাইল ছবি

তথ্য ও সম্প্রচারমন্ত্রী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে না চাইলে পূর্বাচলে বাণিজ্য মেলার মাঠ, টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠ বা কামরাঙ্গীরচরের মাঠে যেতে পারে। আজ মঙ্গলবার সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশের মাধ্যমে বিএনপি–ঘোষিত গণসমাবেশের ধারাবাহিক কর্মসূচি শেষ হবে। ওই দিন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে চায় বিএনপি, কিন্তু তাদের অনুমতি দেওয়া হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে। এ নিয়ে রাজনৈতিক চাপান-উতোর চলছে এখন।

universel cardiac hospital

এ ব্যাপারে আজ সচিবালয়ে হাছান মাহমুদ বলেন, প্রকৃতপক্ষে বিএনপি কোনো জনসভা করতে চায় না, তারা এটিকে ইস্যু বানাতে চায়।

বিএনপি একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির চেষ্টায় আছে উল্লেখ করে তিনি বলেন, সরকার কাউকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেবে না। যেহেতু দলীয় সরকার রাষ্ট্রক্ষমতায় আছে, তাই দল ও দলের নেতাকর্মীদের কর্তব্য আছে।

কেউ বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালালে দলের নেতা–কর্মীরা দেশের মানুষকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করবে বলেও হুঁশিয়ার করেন তথ্যমন্ত্রী।

শেয়ার করুন