বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার ২৮৫

নিজস্ব প্রতিবেদক

গ্রেফতার
ফাইল ছবি

পুলিশের বিশেষ অভিযানে রাজধানী ঢাকায় গত ছয়দিনে ১০১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে সোমবার বিকাল থেকে মঙ্গলবার বিকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৮৫ জনকে গ্রেপ্তার হয়েছেন।

আজ মঙ্গলাবার সন্ধ্যায় ডিএমপির মিডিয়া উইংয়ের সহকারী পুলিশ কমিশনার (এসি) ইমরান হোসেন মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।

universel cardiac hospital

পহেলা ডিসেম্বর থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ১৫ দিনব্যাপী অভিযান শুরু করে পুলিশ। এরপর শনিবার সন্ধ্যা থেকে রাজধানীতে শুরু হয় ব্লক-রেইড। জঙ্গি, সন্ত্রাসী বা সাজাপ্রাপ্ত আসামি ধরতেই এই অভিযান চালানো হচ্ছে বলে পুলিশের দাবি। তাছাড়া বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ‘ফিরোজা’র সামনে রাস্তার দুইদিকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

এর আগে ২৯ নভেম্বর পুলিশ সদরদপ্তর থেকে এক চিঠির মাধ্যমে দেশজুড়ে বিশেষ অভিযান চালানোর জন্য পুলিশের সব ইউনিটের প্রধান, জেলার পুলিশ সুপার ও ওসিদের নির্দেশনা পাঠানো হয়।

শেয়ার করুন