পরেশ রাওয়ালের বিরূপ মন্তব্যে বামনেতার মামলা

আন্তর্জাতিক ডেস্ক

বিজেপির সাবেক সংসদ সদস্য ও বলিউড তারকা পরেশ রাওয়াল বাঙালিদের মাছ খাওয়া নিয়ে বিরূপ মন্তব্য করায় দেশ–বিদেশের বাঙালিরা খেপেছেন। গুজরাটে আসন্ন গুজরাট বিধানসভার নির্বাচনের প্রচারে গিয়ে এ মন্তব্য করেন রাওয়াল। ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে পরেশ রাওয়ালের বিরুদ্ধে ঝড় তুলেছেন বাঙালিরা। যদিও পরেশ রাওয়াল বাঙালিদের ক্ষোভের আঁচ পেয়ে ক্ষমা চেয়েছেন। তাতে অবশ্য পরেশ রাওয়ালের বিরুদ্ধে বাঙালিদের ওঠা ক্ষোভের আগুন নেভেনি।

এ মন্তব্যের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ সিপিএমের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মহম্মদ সেলিম কলকাতার তালতলা থানায় পরেশ রাওয়ালের বিরুদ্ধে এফআইআর করেছেন। গতকাল তালতলা থানা পরেশ রাওয়ালকে ১২ ডিসেম্বর বেলা দুইটার মধ্যে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে। থানা বলেছে, ওই দিন তালতলা থানা পরেশ রাওয়ালকে জিজ্ঞাসাবাদ করবে। যদিও এ প্রসঙ্গে এখনো মুখ খোলেননি পরেশ রাওয়াল। খবর আনন্দবাজার পত্রিকার।

universel cardiac hospital

পরেশ রাওয়াল গুজরাট বিধানসভার নির্বাচনী প্রচারে গিয়ে কটাক্ষ করেন বাঙালির মাছ খাওয়া নিয়ে। জনসভায় তিনি বলেন, মুদ্রাস্ফীতি সহ্য করতে পারবেন মানুষ। পাশের বাড়িতে যদি রোহিঙ্গা উদ্বাস্তু, বা বাংলাদেশিরা এসে ওঠেন, তখন গ্যাস সিলিন্ডার নিয়ে কী করবেন? বাঙালিদের জন্য মাছ ভাজবেন?

পরেশ রাওয়াল হিন্দি, তামিল, তেলেগু ও গুজরাটি ভাষার ২৪০টি ছবিতে অভিনয় করেছেন। পাশাপাশি পরিচালনা ও প্রযোজনাও করেছেন বহু ছবি। ২০১৪ সালে বিজেপির টিকিটে তিনি গুজরাটের পূর্ব আহমেদাবাদ আসনে জয়ী হন। পেয়েছেন রাষ্ট্রীয় সম্মান পদ্মশ্রী। এ ছাড়া চলচ্চিত্রে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডসহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন। এখন তিনি রয়েছেন ভারতের ন্যাশনাল স্কুল অব ড্রামার চেয়ারম্যান পদে।

শেয়ার করুন