টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত গ্রহণ করেছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।

সিরিজের প্রথম ম্যাচ জিতে বাংলাদেশ এগিয়ে আছে ইতোমধ্যেই। মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে আজ ভারতের বিপক্ষে দ্বিতীয় সিরিজ জয়ের মিশনে নামছে বাংলাদেশ দল।

ইতোমধ্যে টস অনুষ্ঠিত হয়ে গিয়েছে। যেখানে টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত গ্রহণ করেছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।

universel cardiac hospital

টস জয়ের পর লিটন বলেন, ‘আমরা প্রথমে ব্যাট করতে চাই। উইকেটটা দেখতে বেশ ভালো লাগছে, শেষ ম্যাচে আমরা দেখেছি দ্বিতীয় ইনিংসে ব্যাট করা কঠিন ছিল। আমাদের একটি পরিবর্তন আছে, নাসুম খেলছেন আর হাসান মাহমুদ খেলছেন না। ছেলেরা এই লড়াইয়ের জন্য মুখিয়ে আছে।’

টস হারের পর রোহিত শর্মা জানান, ‘আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। আমরাও শুরুতে বোলিংই করতাম, যেন আমরা তাদের একটি নিদিষ্ট স্কোরে আটকে রাখতে পারি। আমাদের দুটি পরিবর্তন আছে। অক্ষর প্যাটেল ফিরে এসেছেন এবং তিনি শাহবাজ আহমেদের স্থলাভিষিক্ত হয়েছেন। কুলদীপ সেনের পরিবর্তে আমরা ওমরান মালিককে যুক্ত করেছি।’

সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতকে মাত্র ১৮৬ গুটিয়ে দিয়ে ১ উইকেটের রুদ্ধশ্বাস এক জয় তুলে নেয় বাংলাদেশ। শেষ উইকেট জুটিতে মেহেদি হাসান মিরাজ আর মোস্তাফিজুর রহমান ৫১ রান তুলে অসাধ্য সাধন করেন।

সাত বছর আগে (২০১৫ সালে) ঘরের মাঠে ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। এবার তাদের সামনে সুযোগ সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটানোর।

বাংলাদেশ একাদশ

লিটন দাস (অধিনায়ক), এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও এবাদত হোসেন।

ভারতীয় একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, দীপক চাহার, মোহাম্মদ সিরাজ, উমরান মালিক।

শেয়ার করুন