মুগদায় বিএনপি-আ.লীগ পাল্টাপাল্টি ধাওয়া, মোটরসাইকেলে অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক

বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশস্থলের কাছে মুগদা হাসপাতালের সামনে বিএনপি কর্মীদের সঙ্গে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বিএনপির নেতা-কর্মীদের দাবি, ছাত্রলীগের নেতাকর্মী তাদের ওপর হামলা চালিয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ শনিবার বিএনপির সমাবেশস্থল গোলাপবাগ মাঠের চারপাশের সড়কে বিএনপির নেতাকর্মীরা অবস্থান করছেন। এলাকায় এলাকায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও মাঠে রয়েছেন। বেলা তিনটার দিকে মুগদা হাসপাতালের সামনে হঠাৎ পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। কে বা কারা এ সময় দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে।

universel cardiac hospital

এ বিষয়ে পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার হায়াতুল ইসলাম খান বলেন, শুনেছি মুগদা হাসপাতাল এলাকায় ছাত্রলীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় দুটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। মোটরসাইকেলে কারা আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।’

বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ কেন্দ্র করে আজ সকাল থেকে রাজধানীর মোড়ে মোড়ে অবস্থান নেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা সড়কে প্যান্ডেল টানিয়ে চেয়ার পেতে বসেছেন। তাদের দাবি, সমাবেশ কেন্দ্র করে বিএনপি কোনো অরাজকতা করার চেষ্টা করলে তা প্রতিহত করতে তারা মাঠে নেমেছেন।

শেয়ার করুন