হিমাচলের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুখবিন্দর সিং

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের হিমাচল প্রদেশ রাজ্যের পঞ্চদশ মুখ্যমন্ত্রী হিসেবে সুখবিন্দর সিং শপথ নিয়েছেন। আজ রোববার দুপুরে প্রদেশের রাজধানী শিমলার ঐতিহাসিক রিজ ময়দানে আয়োজিত অনুষ্ঠানে তিনি শপথ নেন। রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর নতুন মুখ্যমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান। খবর এনডিটিভির।

আজ হিমাচল প্রদেশের নতুন উপমুখ্যমন্ত্রী হিসেবে বিদায়ী বিধানসভার কংগ্রেস পরিষদীয় দলের নেতা মুকেশ অগ্নিহোত্রীও শপথ নিয়েছেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী রোববার সকালেই শিমলায় পৌঁছে যান।

universel cardiac hospital

‘ভারত জোড়ো যাত্রা’র বিরতি থাকায় শিমলায় হাজির হন রাহুল গান্ধীও। সর্বভারতীয় কংগ্রেস কমিটি (এআইসিসি) এবার হিমাচল প্রদেশের নির্বাচনী দায়িত্ব দিয়েছিল প্রিয়াঙ্কা গান্ধীকে। সেই হিসেবে এটি তাঁর প্রথম নির্বাচনী সাফল্য। আজ শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনিও উপস্থিত ছিলেন।

১৯৮২ সাল থেকে হিমাচল প্রদেশ রাজ্যে প্রতি পাঁচ বছর অন্তর কংগ্রেস ও বিজেপির মধ্যে ক্ষমতা বদল হয়ে আসছে। এবারও সেই ধারাবাহিকতা বজায় থাকল। দীর্ঘ সময় পর কংগ্রেস এ প্রথম কোনো রাজ্যে সরকার গঠন করল।

শেয়ার করুন