ফখরুল–আব্বাসের আবারও জামিন চেয়ে আদালতে আবেদন

নিজস্ব প্রতিবেদক

মির্জা ফখরুল ও মির্জা আব্বাস। ফাইল ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন আবেদন আবারও করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার জামিন আবেদনের বিষয়ে শুনানির দিন ঠিক করেছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত। এ তথ্য নিশ্চিত করেছেন মির্জা ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন।

গত সোমবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাসসহ ২২৪ জনের জামিন আবেদন নাকচ করেন ঢাকার সিএমএম আদালত। আর গতকাল মঙ্গলবার আরও ১০৬ জন বিএনপির নেতা-কর্মীর জামিন আবেদন নাকচ করেন আদালত।

সোমবার আদালতে জামিন শুনানিতে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের জামিনের পক্ষে যুক্তি তুলে ধরে তাদের আইনজীবীরা বলেন, রাজধানীর পল্টন থানার যে মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, সেই মামলার এজাহারে তাদের নাম নেই। দুজনই বয়স্ক ও অসুস্থ।

শেয়ার করুন