কিয়েভে ফের দফায় দফায় বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক

কিয়েভের আবাসিক ভবনে হামলা
ফাইল ছবি

ইউক্রেনের রাজধানী কিয়েভে তিন দফা বিস্ফোরণে খবর পাওয়া গেছে। তবে ইউক্রেন বলছে, তারা ইরানের তৈরি কিছু সংখ্যক শহিদ বা কামিকাজে ড্রোন ভূ-পাতিত করেছে।

মেয়র ভিতালি ক্লিৎসকো বলেছেন, ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী ১০টি শহিদ ড্রোন ধ্বংস করা হয়েছে। কেন্দ্রীয় শেভচেনকিভস্কি জেলায় জরুরি সার্ভিসের কর্মীরা মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।

universel cardiac hospital

ভিতালি তার টেলিগ্রাম চ্যানেলে আরও বলেন, বিস্তারিত পরে জানানো হবে। যদিও তার বক্তব্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

নগর প্রশাসনের তরফে বলা হয়েছে, দুটি প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে ড্রোন হামলায়। তবে কেউ হতাহত হয়েছে কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ওলেক্সি গনচারেঙ্কো নামের এক রাজনীতিক জানান, স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে তিনটি বিস্ফোরণের শব্দ শুনতে পান তিনি।

কিয়েভে এ বিস্ফোরণে খবর পাওয়া গেলো যখন এর আগে জানা যায় যুদ্ধ প্রতিরোধ করতে আরও বেশি অস্ত্র সহায়তা দিচ্ছে ইউক্রেনের মিত্র ও পশ্চিমা দেশগুলো।

সূত্র: আল-জাজিরা

শেয়ার করুন