ফিরলেন রাহুল-কোহলি, তাইজুল-খালেদদের বোলিং তোপে চাপে ভারত

ক্রীড়া প্রতিবেদক

তাইজুল ইসলাম
তাইজুল ইসলাম। সংগৃহীত ছবি

৭ রানের মধ্যে ৩ উইকেট হারালো ভারত। শুভমান গিলের পর ফিরলেন অধিনায়ক লোকেশ রাহুল আর বিরাট কোহলিও। ভারত রয়েছে ভীষণ চাপে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৩ ওভার শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ৫৬ রান।

universel cardiac hospital

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক লোকেশ রাহুল।

কুয়াশা ভেজা সকালে ভারতকে চাপে ফেলতে পারেনি বাংলাদেশ। দুই পেসার এবাদত হোসেন আর খালেদ আহমেদের করা প্রথম পাঁচ ওভার দেখেশুনে কাটিয়ে দেন লোকেশ রাহুল আর শুভমান গিল। তুলেন ১৫ রান।

প্রথম ঘণ্টাটা প্রায় অনায়াসে কাটিয়ে দিচ্ছিল ভারত। অবশেষে জুটিটি ভাঙেন তাইজুল ইসলাম। বাঁহাতি এই স্পিনারকে প্যাডেল সুইপ করতে গিয়ে ইয়াসির আলীর হাতে ধরা পড়েছেন শুভমান গিল (২০)। দলীয় ৪১ রানের মাথায় প্রথম উইকেট হারিয়েছে ভারত।

১৩তম ওভারের পর ১৯তম ওভারে আরও এক উইকেট হারায় ভারত। এবার খালেদের বলে ইনসাইডেজ হয়ে বোল্ড রাহুল (২২)। তার পরের ওভারে আরও এক উইকেট। তাইজুলের ঘুর্নিতে এলবিডব্লিউ ভারতীয় ব্যাটিং স্তম্ভ বিরাট কোহলি (১)।

শেয়ার করুন