মালয়েশিয়ায় ভূমিধসে নিহত ২১

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কাছে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে ২১ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন ১৪ জন। শুক্রবার (১৬ ডিসেম্বর) স্থানীয় সময় ভোর ৩টার দিকে দেশটির সেলাঙ্গর রাজ্যের এক সড়কের পাশে ক্যাম্পিং করার ব্যবস্থা থাকা একটি অর্গানিক খামারে এ ঘটনা ঘটেছে। এ সময় সবাই ঘুমিয়ে ছিল। উপড়ে পড়া গাছ ও কাদা সরিয়ে জীবিতদের বের করে আনার চেষ্টা চলছে।

খামারের ম্যানেজার জানান, রাতে ক্যাম্পটিতে থাকার জন্য যাদের নাম নিবন্ধন করা হয়েছিল তার মধ্যে অন্তত ৩০ জন শিশু এবং ৫১ জন প্রাপ্তবয়স্ক।

universel cardiac hospital

কুয়ালালামপুরের ৫০ কিলোমিটার উত্তরে বাতাং কালি জেলার মনোরম পার্বত্য অঞ্চল গেন্টিং হাইল্যান্ডসের পাশেই দুর্যোগটি ঘটেছে। প্রাকৃতিক সৌন্দর্য্যের লীলাভূমি গেন্টিং হাইল্যান্ডস একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য।

বাতাং কালি জেলার পুলিশ প্রধান সুফিয়ান আব্দুল্লাহ জানান, নিহতরা সবাই মালয়েশীয় এবং তাদের মধ্যে প্রায় পাঁচ বছর বয়সী একটি শিশু আছে।

এ ঘটনায় ১৪ জন এখনও নিখোঁজ বলে জানিয়েছে মালয়েশিয়া কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে অন্তত চার শিশু রয়েছে বলে জানায় দেশটির দমকল বিভাগ।

দমকল বিভাগের পরিচালক নোরাজাম খামিস জানান, ক্যাম্পসাইটটির আনুমানিক ৩০ মিটার উঁচু একটি পাহাড়ি ঢাল থেকে ভূমিধস হয়ে প্রায় এক একরের মতো এলাকাকে মাটিচাপা দিয়েছে।

প্রত্যক্ষদর্শী তেহ লিন জুয়ান (২২) জানান, ভূমিধস যখন হয় তখন তিনি আরও ৪০ জনের সঙ্গে ক্যাম্পটিতে ছিলেন। তিনি জানান, তার এক ভাই মারা গেছে এবং আরেকজন হাসপাতালে আছে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী জালিহা মুস্তাফা সংবাদ সম্মেলনে জানিয়েছেন, যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের মধ্যে গর্ভবতী একজন নারীও আছেন। -রয়টার্স

শেয়ার করুন