বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালামসহ দলটির পাঁচ নেতাকে কারাগারে ডিভিশন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পৃথক রিটের শুনানি নিয়ে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার এ আদেশ দেন।
অপর চার নেতা হলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হোসেন খান ও গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন।
ওই পাঁচ নেতাকে কারাগারে ডিভিশন দিতে নির্দেশনা চেয়ে গত সপ্তাহে তাদের পরিবারের সদস্যরা পৃথক রিট করেন। আদালতে রিট আবেদনকারীদের পক্ষে আইনজীবী এ জে মোহাম্মদ আলী, কায়সার কামাল, নাসির উদ্দিন আহমেদ অসীম, মনিরুজ্জামান আসাদ ও মাকসুদ উল্লাহসহ প্রমুখ শুনানিতে ছিলেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আবদুল্লাহ আল মাহমুদ।
পরে আইনজীবী মনিরুজ্জামান আসাদ বলেন, পৃথক মামলায় ৮ ডিসেম্বর থেকে তারা কারাগারে আছেন। ৯ ডিসেম্বর ম্যাজিস্ট্রেট আদালত তাদের ডিভিশন দিতে বলেন। এ আদেশ বাস্তবায়ন না হওয়ায় পাঁচ নেতাকে কারাগারে প্রথম শ্রেণির বন্দী মর্যাদা দিতে নির্দেশনা চেয়ে তাদের স্ত্রী পৃথক রিট করেন। হাইকোর্ট রুল দিয়ে কারাবিধি অনুসারে তাদেরকে কারাগারে ডিভিশন দিতে নির্দেশ দিয়েছেন।