বিএনপির পাঁচ নেতা কারাগারে ডিভিশন পাচ্ছেন

নিজস্ব প্রতিবেদক

হাইকোর্ট
ফাইল ছবি

বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালামসহ দলটির পাঁচ নেতাকে কারাগারে ডিভিশন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পৃথক রিটের শুনানি নিয়ে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার এ আদেশ দেন।

অপর চার নেতা হলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হোসেন খান ও গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন।

universel cardiac hospital

ওই পাঁচ নেতাকে কারাগারে ডিভিশন দিতে নির্দেশনা চেয়ে গত সপ্তাহে তাদের পরিবারের সদস্যরা পৃথক রিট করেন। আদালতে রিট আবেদনকারীদের পক্ষে আইনজীবী এ জে মোহাম্মদ আলী, কায়সার কামাল, নাসির উদ্দিন আহমেদ অসীম, মনিরুজ্জামান আসাদ ও মাকসুদ উল্লাহসহ প্রমুখ শুনানিতে ছিলেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আবদুল্লাহ আল মাহমুদ।

পরে আইনজীবী মনিরুজ্জামান আসাদ বলেন, পৃথক মামলায় ৮ ডিসেম্বর থেকে তারা কারাগারে আছেন। ৯ ডিসেম্বর ম্যাজিস্ট্রেট আদালত তাদের ডিভিশন দিতে বলেন। এ আদেশ বাস্তবায়ন না হওয়ায় পাঁচ নেতাকে কারাগারে প্রথম শ্রেণির বন্দী মর্যাদা দিতে নির্দেশনা চেয়ে তাদের স্ত্রী পৃথক রিট করেন। হাইকোর্ট রুল দিয়ে কারাবিধি অনুসারে তাদেরকে কারাগারে ডিভিশন দিতে নির্দেশ দিয়েছেন।

শেয়ার করুন