গত ফেব্রুয়ারি মাসে রাশিয়ার হামলা শুরুর পর প্রথম বিদেশ সফর করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ জন্য তিনি আজ বুধবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের উদ্দেশে ইউক্রেন ছেড়েছেন। সফরকালে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। খবর এএফপি ও রয়টার্সের।
ওয়াশিংটন সফরের কথা আজ জেলেনস্কি নিজেই টুইট করে জানান। এরপর হোয়াইট হাউসের পক্ষ থেকে সফরের কথা জানানো হয়। এক বিবৃতিতে হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জেন-পিয়েরে বলেন, এ সফরের মধ্য দিয়ে যুদ্ধে ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্রদের প্রতিশ্রুতির বিষয়ে রাশিয়াকে স্পষ্ট বার্তা দেওয়া হচ্ছে।
হোয়াইট হাউসে বাইডেন-জেলেনস্কি বৈঠকের পর মার্কিন প্রশাসনের পক্ষ থেকে ইউক্রেনকে প্রায় ২০০ কোটি ডলারের অস্ত্রসহায়তা দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে। মার্কিন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, এ প্যাকেজের আওতায় ইউক্রেনকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দিচ্ছে যুক্তরাষ্ট্র।
মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে জেলেনস্কির ভাষণ দেওয়ার বিষয়ে স্পিকার ন্যান্সি পেলোসি বলেন, যৌথ অধিবেশনে গণতন্ত্র সমুন্নত রাখার বিষয়ে নিবিড় মনোযোগ দেওয়া হবে। এ ছাড়া বাইডেন ও জেলেনস্কি ইউক্রেনের সেনাদের মার্কিন বাহিনীর অস্ত্র ও প্রশিক্ষণ, অর্থনৈতিক ও মানবিক সহায়তা, নিষেধাজ্ঞা ও অন্যান্য মাধ্যমে রাশিয়ার ওপর চাপ প্রয়োগের বিষয়ে আলোচনা করবেন।