ঠাকুরগাঁও–৩ আসন চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দেবে ওয়ার্কার্স পার্টি

নিজস্ব প্রতিবেদক

উপ-নির্বাচন
প্রতীকী ছবি

ঠাকুরগাঁও-৩ আসনে উপনির্বাচনে অংশ নিতে চায় ওয়ার্কার্স পার্টি। মহাজোটের শরিক দল হিসেবে এ আসনে দলীয় নেতার মনোনয়ন চেয়ে মহাজোট নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। আজ শুক্রবার দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুই দিনব্যাপী অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় কমিটির সভায় নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়।

বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করায় পাঁচটি আসন শূন্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ১ ফেব্রুয়ারি এসব আসনে উপনির্বাচন হবে। ওই আসনগুলোর একটি ঠাকুরগাঁও-৩।

universel cardiac hospital

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংসদের উপনির্বাচনে ভোটকক্ষে সিসি ক্যামেরা না দেওয়ার নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদ জানানোর পাশাপাশি সব নির্বাচনকে অবাধ-নিরপেক্ষ করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে ওয়ার্কার্স পার্টি।

শেয়ার করুন