প্যারিসে বন্দুকধারীর গুলিতে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক

ফ্রান্সের রাজধানী প্যারিসের কেন্দ্রস্থলে বন্দুকধারীর গুলিতে দুজন নিহত ও চারজন আহত হয়েছেন। আজ শুক্রবার প্যারিসের মেট্রোস্টেশন গা দে লেস্টের নিকটবর্তী একটি কুর্দি সাংস্কৃতিক কেন্দ্রের কাছে এ ঘটনা ঘটে। খবর এএফপির।

ঘটনার পরপরই সন্দেহভাজন ৬৯ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্দেহভাজন ব্যক্তি ফরাসি নাগরিক। আগের দুটি হত্যাচেষ্টার ঘটনায় পুলিশের নজরে এসেছিলেন তিনি। তবে আজকের হামলার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি প্যারিস পুলিশ।

universel cardiac hospital

এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। একজন দোকানি বলেন, সবাই আতঙ্কিত হয়ে পড়েন। আমরা দোকান বন্ধ করে ফেলি।

প্রত্যক্ষদর্শী বলেছেন, তিনি সাত থেকে আটটি গুলির শব্দ শুনেছেন। আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। অন্য দুজনের অবস্থাও বেশ খারাপ।

পুলিশ কোনো বাধা ছাড়াই সন্দেহভাজন হামলাকারীকে আটক করে। তার কাছ থেকে হামলায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। প্রসিকিউটররা জানিয়েছেন, এ হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছেন তারা।

শেয়ার করুন