মেট্রোরেল বন্ধ থাকবে মঙ্গলবার

মত ও পথ ডেস্ক

মেট্রোরেল
ফাইল ছবি

যানজটের শহর ঢাকায় যাত্রা শুরু করল মেট্রোরেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ (বুধবার) বেলা ১১টা ৫ মিনিটে উত্তরা ১৫ নম্বর সেক্টরের সি-১ ব্লকের খেলার মাঠে ফলক উন্মোচন করে মেট্রোরেলের উদ্বোধন করেন।

মেট্রোরেল আজ উদ্বোধন হলেও এতে উঠতে সাধারণ যাত্রীদের আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর কাল থেকে মেট্রোরেলে যাত্রীরা চড়তে পারলেও প্রথমদিকে এ ট্রেন চলবে সীমিত পরিসরে। আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসের দিন থেকে চলবে পুরোদমে।

প্রথমদিকে মেট্রোরেল চলবে সীমিত পরিসরে, সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। মাঝপথে কোথাও থামবে না। ২৬ মার্চ পুরোদমে চালু হওয়ার পর সব স্টেশনে থে‌মে যাত্রীরা মেট্রোরেলে উঠতে পারবেন। প্রথমদিকে ১০ মিনিট পরপর ট্রেন চলবে। আপাতত প্রতি মঙ্গলবার বন্ধ থাকবে মেট্রোরেল।

২০২৩ সালের ডিসেম্বর মাসে উত্তরা থেকে মতিঝিল এবং ২০২৫ সালে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত চলবে মেট্রোরেল। উত্তরা থেকে মতিঝিলে যেতে ৩৮ মিনিট লাগবে। ঘণ্টায় ৬০ হাজার অর্থাৎ দিনে ৫ লাখ যাত্রী মেট্রোরেলে চলাচল করতে পারবেন।

শেয়ার করুন