গাজীপুরে ঝুট গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

গাজীপুর প্রতিনিধি

সংগৃহীত ছবি

গাজীপুর মহানগরীর দেওলিয়াবাড়ি এলাকায় ঝুটের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। তিন ইউনিটের চেষ্টায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস।

বুধবার (২৮ ডিসেম্বর) সকালে সাড়ে ৭টায় আগুন লাগে। পরে ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন।

universel cardiac hospital

মো. আব্দুল্লাহ আল আরেফিন বলেন, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয় লোকজন গাজীপুর মহানগরীর দেউলিয়াবাড়ি এলাকার রাসেল সরকারের মালিকানাধীন ঝুট গোডাউনে আগুন দেখতে পায়। এলাকাবাসী প্রথমে আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে পরে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ডিবিএল ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের ২ ইউনিটসহ মোট ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দুই ঘণ্টা পর ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এখন নির্বাপণের কাজ চলছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনাও ঘটেনি।

শেয়ার করুন