নাটোরের লালপুরে ট্রেনে কাটা পড়ে নারীসহ নিহত ৩

নাটোর প্রতিনিধি

ট্রেনে কাটা পড়ে মৃত্যু
প্রতীকী ছবি

নাটোরের লালপুর উপজেলার গোপালপুর রেল গেটে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নারীসহ ৩ জন নিহত হয়েছেন।

আজ শনিবার দুপুর পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

universel cardiac hospital

নিহতরা হলেন- উপজেলার নারায়ণপুর গ্রামের মনজুর রহমানের মেয়ে সাথী বেগম (৩২), একই গ্রামের মৃত পাঁচু শেখের ছেলে জমির উদ্দিন (৭০) এবং কেশবপুর গ্রামের মৃত দেছের আলীর ছেলে মমতাজ উদ্দিন (৬৭)।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ারুজ্জামান জানান, শনিবার দুপুর পৌনে ১টার দিকে তারা তিনজনই রেললাইন দিয়ে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। তাদের সামনের দিক থেকে মালগাড়ী আসায় (আব্দুলপুর-ঈশ্বরদী) পাশের লাইন দিয়ে হাঁটছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা টুঙ্গীপাড়া-রাজশাহীগামী ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে তারা ঘটনাস্থলেই নিহত হন।

রেলওয়ে পুলিশের ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিহির রঞ্জন বলেন, ‘গোপালপুরে রেলওয়ে গেটের নারায়ণপুর নামক স্থানে ২ লাইন দিয়ে ট্রেন যাচ্ছিল। সেসময় ট্রেনে কাটা পড়ে ২ পুরুষ ও ১ নারী মারা গেছেন।’

ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে বলে জানিয়েছেন রেলওয়ে পুলিশের ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিহির রঞ্জন।

শেয়ার করুন