বিএনপির ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট আইনজীবী খন্দকার মাহবুব হোসেন মারা গেছেন। আজ শনিবার রাত পৌনে ১১টায় রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়। বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন ৮৪ বছর বয়সী খন্দকার মাহবুব হোসেন।
গত ২৮ ডিসেম্বর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল বলে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবীর খান জানিয়েছেন।
খন্দকার মাহবুব হোসেন চার দফায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ছিলেন। বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হিসেবে দুইবার দায়িত্ব পালন করেছেন তিনি। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে আদালতে লড়তেন মাহবুব হোসেন।
খন্দকার মাহবুব হোসেনের জন্ম ১৯৩৮ সালের ২০ মার্চ বরগুনার বামনায়। ১৯৬৭ সালে হাইকোর্টের আইনজীবী হিসেবে তিনি তালিকাভুক্ত হন। পরে আপিল বিভাগের আইনজীবী হিসেবেও তিনি তালিকাভুক্ত হন।