ইংরেজি নববর্ষ ২০২৩ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্তরের জনগণ, দেশবাসী এবং প্রবাসী বাঙালিকে শুভেচ্ছা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
আজ রোববার (১ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, খ্রিষ্টীয় নববর্ষ ২০২৩ উপলক্ষে আমি ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্তরের জনগণ, দেশবাসী এবং প্রবাসী বাঙালিকে আন্তরিক শুভেচ্ছা জানাই। প্রকৃতির নিয়মেই নতুন বছর মানুষের হৃদয়ে নতুন আশার সঞ্চার করে এবং নব উদ্যমে সুন্দর আগামীর পথচলায় অনুপ্রেরণা জোগায়। ইংরেজি নববর্ষ ২০২৩ সবার জীবনে মঙ্গল ও কল্যাণ বয়ে আনুক।
