কোহলি-খাজাদের পেছনে ফেলে সেরা অবস্থানে লিটন

ক্রীড়া প্রতিবেদক

লিটন দাস

২০২২ সালে ব্যাট হাতে রান ফোয়ারা ছুটিয়েছেন লিটন দাস। পুরো বছরজুড়ে বাংলাদেশের হয়ে ব্যাট হাতে করেছেন এক ক্যালেন্ডারে সর্বোচ্চ রানের রেকর্ড। তুলেছেন ১৯২১ রান। সদ্যশেষ ভারতের বিপক্ষে সিরিজ শেষে টেস্ট র‌্যাঙ্কিংয়ে বিরাট কোহলিকে পেছনে ফেলে ১২তম অবস্থানে ছিলেন লিটন। সবশেষ আইসিসির হালনাগাদকৃত টেস্ট র‌্যাঙ্কিংয়ে লিটনের অবস্থান এখন ১১তম।

উসমান খাজাকে টপকে লিটনের পয়েন্ট এখন ৭০২। পেছনে অবস্থান করা খাজার পয়েন্ট ৭০০। এছাড়া তালিকায় এক ধাপ করে পিঁছিয়েছেন ইংল্যান্ডের জনি বেয়ারস্টো এবং ভারতীয় তারকা ব্যাটার বিরাট কোহলি। ইতিহাসে এবারই লিটন টেস্ট ক্যারিয়ারের সেরা র‌্যাঙ্কিংয়ে উঠে এসেছেন। এমনকি বাংলাদেশের টেস্ট র‌্যাঙ্কিং ইতিহাসে এটাই ব্যক্তিগত সেরা ব্যাটারদের অর্জন।

universel cardiac hospital

এর আগে দ্বিতীয়বারের মতো টেস্ট র‌্যাঙ্কিংয়ে ১২ নম্বর পজিশনে জায়গা করে নিয়েছিলেন টাইগারদের তারকা এই ব্যাটার। এর আগেও ২০২২ সালের মার্চে ৬৮৩ রেটিং পয়েন্ট নিয়ে ১২তম স্থানে ছিলেন লিটন।

বর্তমানে কোহলি অবস্থান এক ধাপ পিছিয়ে ১৫ নম্বরে। টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন যথারীতি মারনাস লাবুশেনে। এছাড়া দ্বিতীয় অবস্থানে রয়েছেন তারই স্বদেশি স্টিভেন স্মিথ। তিন নম্বরে রয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

শেয়ার করুন