নাটোরের গুরুদাসপুর থানার ওসি আব্দুল মতিন ও সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান সাকিবের অপসারণ এবং দৈনিক সমকালের প্রতিনিধি নাজমুল হাসানসহ সাংবাদিকদের ওপর হামলাকারী নান্নু বাহিনীর দ্রুত গ্রেপ্তার দাবিতে মানববন্ধন করেছে সিংড়া উপজেলার সাংবাদিকবৃন্দ। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সিংড়া উপজেলা চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়।
মানববন্ধনে সমকালের সিংড়া উপজেলার সংবাদদাতা আব্দুর রশিদের সভাপতিত্বে বক্তব্য দেন—সমকালের নাটোর জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা নবীউর রহমান পিপলু, সিংড়া প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠ প্রতিনিধি এমরান আলী রানা, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও যুগান্তর প্রতিনিধি সাইফুল ইসলাম, নয়া দিগন্তের সংবাদদাতা আখতারুজ্জামান, সিংড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও মানব কণ্ঠের প্রতিনিধি সোহরাব হোসেন, ইনকিলাবের সংবাদদাতা আনোয়ার হোসেন আলীরাজ, দেশ রূপান্তরের প্রতিনিধি আবু জাফর সিদ্দিক, আমার সংবাদের প্রতিনিধি খলিল মাহমুদসহ অনেকে।
এ ছাড়া উপস্থিত ছিলেন—কালবেলার প্রতিনিধি মাহিদুল ইসলাম মানিক, ৭১ টেলিভিশনের সংবাদদাতা রাজু আহমেদ, গণমুক্তির প্রতিনিধি কুরবান আলী, আবু বকর সিদ্দিক, আলিফ হোসেন, ফজলে রাব্বীসহ সাংবাদিকবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, চলনবিলে রাতারাতি পুকুর খননের ফলে কৃষি জমি কমছে ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। এ ছাড়া পুকুর খননের মাটিতে সরকারের কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়ক নষ্ট হচ্ছে। এ সংবাদ সংগ্রহ করতে গেলে গুরুদাসপুরের সহকারী কমিশনার (ভূমি) ও ওসির সামনে অবৈধ পুকুর খননকারী নান্নু বাহিনী সাংবাদিকদের ওপর হামলা চালিয়ে হত্যার চেষ্টা করে। দ্রুত এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হয়।
গতকাল বুধবার গুরুদাসপুরে কৃষি জমিতে পুকুর খননের সংবাদ সংগ্রহ করতে গেলে সমকাল প্রতিনিধি নাজমুল হাসানসহ কয়েকজন সাংবাদিকের ওপর হামলা চালায় নান্নু বাহিনী।