কর্তৃত্ববাদী সরকার নির্বাচন কমিশন দলীয়করণ করেছে: বদিউল আলম মজুমদার

নিজস্ব প্রতিবেদক

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে বর্তমান সরকার একটি কর্তৃত্ববাদী সরকারে পরিণত হয়েছে।’

আজ শনিবার সকালে ‘ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ’ আয়োজিত এক বিশেষ ওয়েবিনারে ‘বাংলাদেশের রাজনীতি: কোথায় দাঁড়িয়ে, গন্তব্য কোথায়?’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

universel cardiac hospital

বদিউল আলম মজুমদার বলেন, ২০১১ সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে কিন্তু দলীয়করণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমনকি নির্বাচন কমিশনও দলীয়করণ হয়েছে। বর্তমান নির্বাচন কমিশনারের আগের নির্বাচন কমিশনারকে কৌশলে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছিল। এবারেও সেই অভিযোগ উঠেছিল।

তিনি বলেন, আমি তথ্য কমিশনে গিয়ে কোনো তথ্য পাইনি, আদালতে গিয়েছি দেখি কোনো প্রতিকার পাই কি না। কীভাবে এই নির্বাচন কমিশন হলো।

শেয়ার করুন