স্পিকার নির্বাচনে ১০০ বছরে এমন সংকটে পড়েনি মার্কিন কংগ্রেস

আন্তর্জাতিক ডেস্ক

গভীর সংকটে পড়েছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। টানা তিনদিন চেষ্টা করেও একজন স্পিকার নির্বাচন করতে পারেননি আইনপ্রণেতারা। সংখ্যাগরিষ্ঠ দল রিপাবলিকান পার্টির সদস্যরা তাদের প্রার্থী কেভিন ম্যাকার্থিকে স্পিকার নির্বাচিত করতে ১১ দফায় ভোটের আয়োজন করেও ব্যর্থ হয়েছেন।

কারণ, কট্টর রক্ষণশীল হিসেবে পরিচিত ট্রাম্পপন্থী ২০ রিপাবলিকান আইনপ্রণেতা ম্যাকার্থির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এতে করে কংগ্রেসে অচলাবস্থা তৈরি হয়েছে। ১৯২৩ সালের পর গত ১০০ বছরে এমন সংকটে পড়েনি মার্কিন কংগ্রেস। খবর এএফপির।

universel cardiac hospital

গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সামান্য ব্যবধানে নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা পান রিপাবলিকানরা। উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ ধরে রাখে ডেমোক্র্যাট। নির্ধারিত সূচি অনুযায়ী গত মঙ্গলবার কংগ্রেসের অধিবেশন শুরুর দিনে স্পিকার নির্বাচনপ্রক্রিয়া শুরু হয়। কিন্তু কোনো সুরাহা হয়নি।

গত বৃহস্পতিবার মোট পাঁচ দফা ভোটাভুটির আয়োজন করা হয়। প্রতিবারই ব্যর্থ হয়ে স্থানীয় সময় শুক্রবার দুপুর পর্যন্ত কংগ্রেসের অধিবেশন মুলতবি করতে একমত হন আইনপ্রণেতারা। গৃহযুদ্ধ পরবর্তী যুক্তরাষ্ট্রে স্পিকার নির্বাচনে সর্বোচ্চ ৯ বার ভোট হয়েছিল।

প্রতিনিধি পরিষদের আসনসংখ্যা ৪৩৫। এর মধ্যে রিপাবলিকানদের ২২২ ও ডেমোক্রেটিক পার্টির সদস্য ২১২। স্পিকার হতে ম্যাকার্থির প্রয়োজন ২১৮ ভোট। দলের বিদ্রোহী কট্টরপন্থী আইনপ্রণেতাদের সমর্থন ছাড়া তার পক্ষে স্পিকার হওয়া সম্ভব নয়।

ক্যালিফোর্নিয়ার রিপাবলিকান আইনপ্রণেতাকে স্পিকার পদে সমর্থন দেবেন না বলে স্পষ্ট জানিয়েছেন ম্যাট গায়েৎজের নেতৃত্বে উগ্র ডানপন্থী আইনপ্রণেতারা। ফলে স্পিকার হতে ২১৮ ভোটের ‘ম্যাজিক ফিগার’ নিশ্চিত করতে পারছেন না তিনি।:

শেয়ার করুন