মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনা করল জান্তা

আন্তর্জাতিক ডেস্ক

মিয়ানমার জান্তাপ্রধান মিন অং হ্লেইং
মিয়ানমার জান্তাপ্রধান মিন অং হ্লেইং। ফাইল ছবি

মিয়ানমারের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় নির্বাচন আয়োজনের বিষয়ে তিনটি সশস্ত্র জাতিগোষ্ঠীর সঙ্গে আলোচনা করেছে দেশটির জান্তা সরকার। সশস্ত্র গোষ্ঠীর এক মুখপাত্রের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

গতকাল শুক্রবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, রাজধানী নেপিডোতে তিনদিনের আলোচনায় বসেছে শান স্টেট প্রোগ্রেস পার্টি (এসএসপিপি), ইউনাইটেড ওয়া স্টেট পার্টি (ইউডব্লিউএসপি) ও ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স আর্মি।

মিয়ানমারের উত্তরাঞ্চলীয় রাজ্য শান নিয়ন্ত্রণ করে থাকে এসএসপিপি। এ গোষ্ঠীর এক মুখপাত্র জানান, সামরিক বাহিনী তাদের এলাকায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের বিষয়ে তাদের আহ্বান জানিয়েছে। এ মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমরা তাদের নির্বাচনের বিরোধিতা করব না।’

এ ছাড়া মিয়ানমারের রাষ্ট্র পরিচালিত গ্লোবাল নিউ লাইটও সশস্ত্র গোষ্ঠী ও সামরিক নেতাদের মাঝে বৈঠকের খবর প্রকাশ করেছে। গত মাসে পাঁচটি বিদ্রোহী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সঙ্গে বৈঠক করে জান্তা সরকার। পরে জান্তার নির্বাচন আয়োজনের পরিকল্পনার পক্ষে তারা একটি যৌথ বিবৃতি দেয়।

মিয়ানমারে প্রায় ২০টি বিদ্রোহী জাতিগোষ্ঠী রয়েছে। তারা কয়েক দশক ধরে স্বায়ত্তশাসন, মাদক ব্যবসা ও প্রাকৃতিক সম্পদ নিয়ন্ত্রণের জন্য একে অন্যের সঙ্গে লড়াইয়ের পাশাপাশি দেশটির সামরিক বাহিনীর সঙ্গেও লড়াই করছে।

শেয়ার করুন