পিএসসির সদস্য হলেন খলিলুর রহমান ও গোলাম ফারুক

নিজস্ব প্রতিবেদক

সাবেক সচিব মো. খলিলুর রহমান এবং মাউশি’র সাবেক মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুক।

সাবেক সচিব মো. খলিলুর রহমান এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সাবেক মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুককে সরকারি কর্ম কমিশনে (পিএসসি) সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (৯ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

খলিলুর রহমানের নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়, তার অভোগকৃত অবসরোত্তর ছুটি ও এ–সংক্রান্ত সুবিধা স্থগিতের শর্তে তাকে পিএসসির সদস্য পদে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। তাঁর মেয়াদ হবে দায়িত্ব গ্রহণের দিন থেকে পাঁচ বছর বা তার বয়স ৬৫ বছর পূর্ণ হওয়ার মধ্যে যেটি আগে হবে, সেই সময় পর্যন্ত। খলিলুর রহমান সর্বশেষ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ছিলেন।

সৈয়দ গোলাম ফারুকের নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে নিয়োগ দেওয়া হলো। তাঁরও মেয়াদ হবে খলিলুর রহমানের মতোই।

তিনি বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের সর্বোচ্চ পদ মাউশির মহাপরিচালকের (ডিজি) পদ থেকে অবসরে গিয়েছিলেন।

শেয়ার করুন