মিয়ানমার ছাড়ার চেষ্টা করা ১১২ রোহিঙ্গাকে কারাদণ্ড দিলেন দেশটির আদালত

আন্তর্জাতিক ডেস্ক

রোহিঙ্গা
রোহিঙ্গা। সংগৃহীত ছবি

মিয়ানমার ছেড়ে পালানোর চেষ্টার অভিযোগে ১১২ রোহিঙ্গাকে কারাদণ্ড দেওয়া হয়েছে। ৬ জানুয়ারি দেশটির দক্ষিণাঞ্চলের আয়েইয়ারওয়াদি অঞ্চলের বোগালে শহরের একটি আদালত এ রায় দেন। আজ মঙ্গলবার মিয়ানমারের একটি সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে আল–জাজিরা।

সাজা পাওয়া রোহিঙ্গাদের গত ডিসেম্বরে একটি নৌকা থেকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ১২টি শিশু রয়েছে। শিশুদের মধ্যে ১৩ বছরের কম বয়সী ৫ জনকে ২ বছর করে সাজা দেওয়া হয়েছে। এর বেশি বয়সী বাকি শিশুদের তিন বছর করে সাজা ভোগ করতে হবে। গতকাল সোমবার তাদের একটি ‘যুব প্রশিক্ষণকেন্দ্রে’ পাঠানো হয়েছে।

গ্রেপ্তার হওয়া প্রাপ্তবয়স্ক রোহিঙ্গাদের সবাইকে পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। সংখ্যালঘু রোহিঙ্গাদের নাগরিক হিসেবে স্বীকৃতি দেয়নি মিয়ানমার। এমনকি তাদের মৌলিক অধিকারগুলো থেকেও বঞ্চিত করা হয়। বেশ কয়েক বছর ধরে নির্যাতন–নিপীড়নের মুখে মিয়ানমার ছাড়ছে রোহিঙ্গারা। তাদের বেশির ভাগই রয়েছে প্রতিবেশী বাংলাদেশের বিভিন্ন শরণার্থীশিবিরে।

শেয়ার করুন