পতন যখন স্পষ্ট, তখন অসংলগ্ন কথা বেড়ে যায়: সরকারকে ফখরুল

নিজস্ব প্রতিবেদক

ফাইল ছবি

ক্ষমতাসীন আওয়ামী লীগের উদ্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পতন যখন স্পষ্ট হয়, পতন যখন দেখতে পায়, তখন এ ধরনের অসংলগ্ন কথাবার্তা অনেক বেড়ে যায়।

আওয়ামী লীগকে হটানো যাবে না; বিএনপি কঠোর কোনো কর্মসূচি দিলে সরকার আরও কঠোর হবে, আওয়ামী লীগ নেতাদের এমন বক্তব্যের উদ্ধৃতি দিয়ে সাংবাদিকেরা বিএনপির প্রতিক্রিয়া জানাতে চাইলে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। ১১ জানুয়ারি দেশের সব বিভাগীয় সদরে দলটির ডাকা গণ-অবস্থান কর্মসূচিতে হামলার বিষয়ে গণমাধ্যমকে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ওই সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মির্জা ফখরুল।

এ সময় সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, যে কোনো ফ্যাসিবাদী একনায়কতান্ত্রিক সরকার যখন থাকে, জনগণের সঙ্গে যখন তাদের সম্পর্ক থাকে না, জনবিচ্ছিন্ন হয়, যখন জনগণ প্রতিবাদ করতে শুরু করে, তখন এ ধরনের সরকার আরও বেশি আক্রমণাত্মক হয়। নির্যাতন শুরু করে। ইতিহাস প্রমাণ করে, প্রতিটি ক্ষেত্রেই নির্যাতন-নিপীড়ন করে এ আন্দোলনকে দমন করা যায় না। এ আন্দোলনে বিজয় অবশ্যম্ভাবী।

এ সময় এক সাংবাদিক প্রশ্ন করেন, আপনারা সরকার পতনের আন্দোলন করছেন। ক্ষমতাসীনরা বলছে, আওয়ামী লীগ এতো সহজ না যে, ধাক্কা দিয়ে ফেলে দেওয়া যাবে। এ বিষয়ে বিএনপির বক্তব্য কী?

জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধানমন্ত্রীর অনেক কথারই জবাব দিই না। কারণ, উনি কখন কী বলেন, জনগণ ঠিক বুঝতে পারে না।‌ এগুলোর জবাব দেওয়ার প্রয়োজন নাই। কাজেই সেটার প্রমাণ হবে।

জোট নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, এটা ডিম ছাড়া কিছুই নয়। যুগপৎ আন্দোলন ব্যর্থ হচ্ছে। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, সাধারণ সম্পাদকের কথার উত্তর দেই না। আমার মতোই সারাদেশের মানুষ ওনার কথার কোনো গুরুত্ব দেয় না।

শেয়ার করুন