জা‌তিসং‌ঘের ৩ সংস্থার সহ-সভাপতি নির্বাচিত হলেন রাষ্ট্রদূত মু‌হিত

নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত। ফাইল ছবি

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত ২০২৩ সালের জন্য জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) ও জাতিসংঘ প্রকল্প সেবাসমূহের কার্যালয়ের (ইউএনওপিএস) নির্বাহী বোর্ডের সহ-সভাপতি নির্বাচিত হ‌য়ে‌ছেন।

নিউইয়র্ক স্থানীয় সময় বুধবার (১১ জানুয়া‌রি) জাতিসংঘ সদর দপ্তরে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

স্থায়ী মিশন জানায়, জাতিসংঘে নিযুক্ত কেনিয়ার স্থায়ী প্রতিনিধি এসব বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছে। অন্য তিনজন সহ-সভাপতি হলেন কোস্টারিকা, ইউক্রেন ও তুরস্কের স্থায়ী প্রতিনিধি।

স্থায়ী মিশন বল‌ছে, বাংলা‌দে‌শের রাষ্ট্রদূত জাতিসংঘের গুরুত্বপূর্ণ এই বোর্ড তিনটির সদস্যরা ও নেতাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ পাবেন এবং এই সংস্থাগুলোর নিয়মিত কার্যক্রমে কৌশলগত দিক-নির্দেশনা দিতে সক্ষম হবেন।

মিশন জানায়, মাঠ পর্যায়ে জাতিসংঘের উন্নয়ন এজেন্ডাগুলো এগিয়ে নিতে ইউএনডিপি/ইউএনএফপিএ/ইউএনওপিএস’র সুনির্দিষ্ট কর্মসূচি রয়েছে। জাতিসংঘের বৃহত্তম সংস্থা ইউএনডিপি মূলত দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়নে সদস্য দেশগুলোকে সহায়তা করে থাকে। ইউএনএফপিএ কাজ করে জনসংখ্যা ও পরিবার পরিকল্পনা বিষয়ে; আর শান্তি, উন্নয়ন ও মানবিক বিয়াবলীর প্রকল্প সংক্রান্ত চূড়ান্ত কাজগুলো সম্পাদন করে ইউএনওপিএস।

মিশ‌নের ভাষ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ বহুপাক্ষিক ফোরামে একটি মর্যদাপূর্ণ আসনে অধিষ্ঠিত হয়েছে। এর ফলে জাতিসংঘ ও এর বিভিন্ন অঙ্গ-সংগঠনের সঙ্গে বাংলাদেশের যে সুদৃঢ় আস্থা ও বিশ্বাসের সম্পর্ক তৈরি হয়েছে, এই নির্বাচন তারই প্রতিফলন।

রাষ্ট্রদূত মুহিত জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের বর্তমান চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তিনি গত বছর ইউএন-উইমেন-এর নির্বাহী বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শেয়ার করুন