জলবায়ু পরিবর্তনের কথা জেনেও চেপে গিয়েছিল এক্সনমবিল

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বের অন্যতম বৃহৎ বহুজাতিক তেল-গ্যাস কোম্পানি এক্সনমবিল। মার্কিন কোম্পানিটির বিজ্ঞানীরা ১৯৭০–এর দশকেই জলবায়ু পরিবর্তনের কারণে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি নিয়ে সঠিক পূর্বাভাস দিয়েছিল।

এক্সনমবিলের নিজস্ব গবেষকেরা ভবিষ্যদ্বাণী করেছিলেন, জীবাশ্ম জ্বালানি পোড়ানো কীভাবে পৃথিবীর তাপমাত্রা বাড়িয়ে দেবে। কিন্তু গবেষকদের পাওয়া এই যোগসূত্রের বিষয়টি জনসমক্ষে অস্বীকার করেছিল কোম্পানিটি।

universel cardiac hospital

শিক্ষাবিদেরা কোম্পানিটির অভ্যন্তরীণ নথিপত্রের উপাত্ত বিশ্লেষণ করে এ অভিযোগ করেছেন। তবে এ অভিযোগ অস্বীকার করেছে এক্সনমবিল। খবর বিবিসির।

কোম্পানিটি বিবিসিকে বলেছে, বিষয়টি সাম্প্রতিক বছরগুলোয় কয়েকবার সামনে এসেছে। প্রতিবার আমাদের জবাব ছিল একই—যারা বলেন এক্সন জানত, তাদের এমন সিদ্ধান্ত ভুল।

জীবাশ্ম জ্বালানি বিক্রি করে শত শত কোটি ডলার আয় করেছে এক্সনমবিলের মতো কোম্পানিগুলো। বিজ্ঞানীরা, বিভিন্ন দেশের সরকার এবং জাতিসংঘ বলছে, জীবাশ্ম জ্বালানি থেকে নির্গমনের ফলে বৈশ্বিক তাপমাত্রা বাড়ছে।

শেয়ার করুন