উইজডেনের বর্ষসেরা টেস্ট বোলিং স্পেল এবাদতের

ক্রীড়া ডেস্ক

পেসার এবাদত হোসেন
পেসার এবাদত হোসেন। সংগৃহীত ছবি

যুক্তরাজ্যের বিখ্যাত ক্রিকেট সাময়িকী ‘উইজডেন’-এর বর্ষসেরা পুরুষদের টেস্ট বোলিং স্পেল নির্বাচিত হয়েছে মাউন্ট মুঙ্গানুই টেস্টে এবাদত হোসেনের দ্বিতীয় ইনিংসের বোলিং।

২০২২ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে বিধ্বংসী এক বোলিং স্পেল উপহার দিয়েছিলেন এবাদত, ৪৬ রান দিয়ে শিকার করেছিলেন ৬ উইকেট। যা উইজডেনের ২০২২ সালের ‘স্পেল অফ দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছে।

universel cardiac hospital

পেসার এবাদতের বোলিংয়ের উচ্ছ্বসিত প্রশংসা করেছে উইজডেন। তাকে নিয়ে লিখেছে বেশ বড় প্রতিবেদন।

টেস্ট ক্যারিয়ারে একবারই ৫ উইকেট পেয়েছেন এবাদত। ২৯ বছর বয়সী পেসারের ওই স্পেল এখন পর্যন্ত তার ক্যারিয়ারের সেরা। ওই টেস্টে ম্যাচসেরাও হয়েছিলেন তিনি।

এবাদতের দুর্দান্ত পারফরম্যান্সে ভর করেই ২১ বছরের আক্ষেপ ঘুচিয়ে নিউজিল্যান্ডের মাঠে টেস্ট জেতে বাংলাদেশ।

শেয়ার করুন