চীনে পাঁচ সপ্তাহে করোনায় ৬০ হাজার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

চীনে বাড়ছে কোভিড সংক্রমণ। ছবি: এপি

বিতর্কিত জিরো কোভিড নীতি বাতিলের পর গত ৫ সপ্তাহে করোনাভাইরাসে চীনে ৬০ হাজার মানুষ মারা গেছেন। মৃত ব্যক্তিদের গড় বয়স ৮০ দশমিক ৩ বছর। যাদের প্রাণহানি ঘটেছে ৯০ শতাংশের বয়স ৬৫ বছর বা তার বেশি।

১৪ জানুয়ারি (শনিবার) এক ঘোষণায় জানিয়েছে দেশটির সরকার।

universel cardiac hospital

চীনে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর হার শূন্যের কোটায় নামিয়ে আনতে কঠোর বিধিনিষেধ আরোপ করেছিল শি জিনপিংয়ের সরকার। কিন্তু দেশটির সাধারণ মানুষের বিক্ষোভের মুখে গত ডিসেম্বরে এই নীতি থেকে সরে আসতে বাধ্য হয়। এরপর থেকে নতুন করে করোনা সংক্রমণের ঢেউ দেখা দিয়েছে রাজধানী বেইজিংসহ একাধিক বড় শহরে। ধারণা করা হচ্ছে, দেশটির জনসংখ্যার ৭০ থেকে ৯০ শতাংশ মানুষ করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের চিকিৎসাবিষয়ক বিভাগের পরিচালক জিয়াও ইয়াহুই বলেছেন, গত ৮ ডিসেম্বর থেকে ১২ জানুয়ারির মধ্যে প্রকৃতপক্ষে ৫৯ হাজার ৯৩৮ জন মারা গেছেন। গত এক মাসের কিছু বেশি সময়ে কোভিড সংক্রমণের কারণে শ্বাসকষ্টে ৫ হাজার ৫০৩ জনের মৃত্যুর তথ্য রেকর্ড করেছে মেডিক্যাল ইনস্টিটিউটগুলো।

আগামী সপ্তাহে চীনে চান্দ্র নববর্ষে উপলক্ষে পরিবারের সঙ্গে ছুটি কাটাতে ছুটিতে আসছেন অনেকে। এতে করোনার সংক্রমণ আরও বাড়ার শঙ্কা জানিয়ে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

সূত্র: দ্য গার্ডিয়ান

শেয়ার করুন