এরপর যারা রাষ্ট্রক্ষমতায় যাবে, তাদের কাটখড় পোড়াতে হবে: গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক

গয়েশ্বর চন্দ্র রায়
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দেশের অর্থনীতি দুর্নীতির কাছে হারিয়ে গেছে। এ পর্যন্ত ১৭টি উন্নয়ন প্রকল্প তাদের কাজ স্থগিত রেখেছে, অর্থ জোগান দেওয়ার সুযোগ নেই। রাজকোষ খালি, বেতন দেওয়ার টাকাও থাকবে না। এরপর যারা রাষ্ট্রক্ষমতায় যাবে, তাদের রাষ্ট্র পরিচালনা করতে অনেক কাটখড় পোড়াতে হবে।

আজ শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মানববন্ধনে কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ গ্রেপ্তার নেতাদের মুক্তির দাবিতে ঢাকা জেলা বিএনপি এ মানববন্ধন করে।

universel cardiac hospital

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশের অর্থনৈতিক যে অবস্থা, তাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যদি ন্যূনতম বিবেক–বিবেচনা থাকত, তাহলে তিনি রাষ্ট্রের দায়িত্ব ছেড়ে দিতেন। কারণ, অর্থনৈতিক দৈন্যদশায় তাঁর পক্ষে রাষ্ট্র পরিচালনা করা কঠিন। এরপর যারা রাষ্ট্রক্ষমতায় যাবে, তাদের রাষ্ট্র পরিচালনা করতে অনেক কাটখড় পোড়াতে হবে।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এ পর্যন্ত ১৭টি উন্নয়ন প্রকল্প তাদের কাজ স্থগিত রেখেছে, অর্থ জোগান দেওয়ার সুযোগ নেই। কিন্তু যেসব টাকা খরচ হয়েছে, সেসব টাকা আসবে কোথা থেকে? যে টাকাগুলো চলে গেল, এ টাকা উদ্ধার করা, যারা টাকাগুলো লুট করেছে, তাদের বিচারের আওতায় আনা—এটি একটি দীর্ঘমেয়াদি কাজ। এ অবস্থার মধ্যে আজ দেশটা অন্ধকারের দিকে যাচ্ছে।

শেয়ার করুন