দশ দফা দাবিতে ৪ ফেব্রুয়ারি বিভাগীয় সমাবেশ করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

সরকারের দমন-পীড়নের প্রতিবাদ, নেতাকর্মীদের মুক্তি, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোসহ ১০ দফা দাবিতে নতুন করে সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

পূর্বঘোষিত এই ১০ দাবিতে আগামী ৪ ফেব্রুয়ারি বিএনপি দেশের সব বিভাগীয় শহরে বিভাগীয় সমাবেশ করবে বলে জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

universel cardiac hospital

বুধবার দুপুরে নয়াপল্টনে আয়োজিত সমাবেশে বিএনপি মহাসচিব এ কর্মসূচির ঘোষণা দেন। ‘২৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে’ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে মির্জা ফখরুল বলেন, ‘সরকার পরিকল্পিতভাবে আমাদের অধিকার কেড়ে নিয়েছে। ওরা আমাদের সংস্কৃতি, চিন্তাবোধকে ধ্বংস করেছে। এই আওয়ামী লীগ আবারও তামাশার নির্বাচন করতে চায়। কিন্তু, না। জনগণ এবার নিজেই নিজেদের ভাগ্য নির্ধারণ করবে। আর এই জনগণের সাথে থেকে এ দানবীয় সরকারকে বিদায় করা আমাদের পবিত্র দায়িত্ব।’

শেয়ার করুন