সিলেটের ওপেনার নাজমুল হোসেন শান্ত এনে দেন উড়ন্ত সূচনা। পরে ব্যাট হাতে ঝড় তোলেন মুশফিকুর রহিম ও রায়ান বার্ল। তাতে দুর্দান্ত জয় পেয়েছে সিলেট স্ট্রাইকার্স। দলটির অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজার শততম বিপিএল ম্যাচ ছিল এটি। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের দেয়া ১৭৫ রানের চ্যালেঞ্জ সিলেট টপকেছে ১২ বল হাতে রেখে।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে চট্টগ্রামকে ৭ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আবারও উঠল সিলেট। ৯ ম্যাচে ৭ জয়ে মাশরাফির দলের পয়েন্ট ১৪। এক ম্যাচ কম খেলে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল ১২ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।
রান তাড়া দুর্দান্ত ছিলেন শান্ত। এ ওপেনার শুরু থেকেই ছিলেন আগ্রাসী। ৪৪ বলে ৬০ রান করে আউট হন দলের রান একশ পার করে। অপর ওপেনার তৌহিদ হৃদয় ১৮ বলে করেন ১৫ রান।
শান্তর ইনিংসের পরও খুব একটা স্বস্তিতে ছিল না সিলেট। মুশফিকুর রহিম ও রায়ান বার্ল দ্রুত রান তুলে সহজ করে দেন সব। বার্ল ১৬ বলে ৪১ রানের টর্নেডো ইনিংস খেলে আউট হন। ২৬ বলে ৪১ রানে অপরাজিত থাকেন মুশফিক। শেষে জাকির হাসান ৫ বলে ১৩ রান তুললে ১৮ ওভারে ৩ উইকেট হারিয়েই জয় তুলে নেয় টিম স্ট্রাইকার্স
বার্ল ও মুশফিক তৃতীয় উইকেট জুটিতে মাত্র ২১ বলে যোগ করেন ৪৮ রান। লেগ স্পিনার বিজয়কান্ত দুটি ও বাঁহাতি স্পিনার নিহাদউজ্জামান নেন একটি উইকেট।
টস জিতে ব্যাট করতে নেমে মেহেদী মারুফ (৫২) ও অধিনায়ক শুভাগত হোম চৌধুরীর (৫৪*) ফিফটিতে ৬ উইকেটে ১৭৪ রান তোলে চট্টগ্রাম। শততম বিপিএল ম্যাচে ইনিংসের প্রথম বলেই উইকেট নেন মাশরাফি। ফেরান উসমান খানকে। পরে অবশ্য আর উইকেট পাননি মাশরাফি। ইমাদ ওয়াসমি দুটি ও মোহাম্মদ আমির নেন একটি উইকেট।