বিস্ফোরক ও চাঁদাবাজির মামলায় সাংবাদিক রঘুনাথ খাঁর জামিন

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার দেবহাটা থানায় করা বিস্ফোরক ও চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার সাংবাদিক রঘুনাথ খাঁকে জামিন দিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াউল ইসলাম তার জামিন মঞ্জুর করেন।

রঘুনাথ খাঁ দীপ্ত টেলিভিশনের ও বাংলা ’৭১ নামের একটি পত্রিকার জেলা প্রতিনিধি। তার বাড়ি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বিষ্ণুপুর গ্রামে। তিনি সাতক্ষীরা শহরের লস্করপাড়া ভাড়া বাড়িতে থাকতেন।

universel cardiac hospital

আদালত পুলিশের উপপরিদর্শক (এসআই) আহমেদ আনারুল সাংবাদিক রঘুনাথ খাঁর জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।

রঘুনাথ খাঁর আইনজীবী জিয়াউর রহমান বলেন, আজ সকাল ১০টার দিকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াউল ইসলামের আদালতে সাংবাদিক রঘুনাথ খাঁর জামিনের আবেদন করা হয়। বেলা আড়াইটার দিকে দুই পক্ষের শুনানির পর আদালত তার জামিন মঞ্জুর করেন। রঘুনাথ খাঁর পক্ষে তার সঙ্গে আইনজীবী হিসেবে ছিলেন মিজানুর রহমান, অসিম কুমার মণ্ডল, সফিউল ইসলাম ও প্রবীর মুখার্জী।

শেয়ার করুন