পাকিস্তানে নামাজ চলাকালে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত বেড়ে ৩২, আহত ১৪৭

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের উত্তর-পশ্চিম শহর পেশোয়ারের পুলিশ লাইন এলাকার একটি মসজিদের ভেতরে নামাজ চলা সময়ে শক্তিশালী আত্মঘাতী হামলা হয়েছে। হামলায় নিহত ও আহতের সংখ্যা বাড়ছে। সর্বশেষ ৩২ জন নিহত এবং ১৪৭ জন আহত হওয়ার কথা জানা গেছে।

এ হামলার পর পেশোয়ারের সব হাসপাতালে চিকিৎসা জরুরি অবস্থা জারি করা হয়েছে। এখন পর্যন্ত এ হামলার দায় কেউ স্বীকার করেনি। নিরাপত্তা ও স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে এ খবর দিয়েছে দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ।

পেশোয়ারের পুলিশ কমিশনার রিয়াজ মেহসুদ হতাহতের এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, হামলায় বিধ্বস্ত মসজিদটিতে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। পেশোয়ারজুড়ে হাসপাতালে চিকিৎসা জরুরি অবস্থা জারি করা হয়েছে। এ ছাড়া রেড জোনমুখী রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।

নিরাপত্তা কর্মকর্তাদের মতে, আত্মঘাতী ওই হামলাকারী জোহর নামাজ চলাকালে প্রথম সারিতে দাঁড়িয়ে বিস্ফোরণ ঘটায়। এতে কয়েক ডজন মুসল্লি আহন হন। তাদের পেশোয়ারের লেডি রেডিং হাসপাতালে নেওয়া হয়েছে।

হাসপাতালটির এক মুখপাত্র বলেছেন, এখনো আহতদেরকে হাসপাতালে আনা হচ্ছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতাল কর্তৃপক্ষ আহতদের জন্য রক্ত দিতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে।।

শেয়ার করুন