ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানসহ নয়জনের বিরুদ্ধে ১৩২ কোটি টাকা আত্মসাতের বিষয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দাখিল অভিযোগের প্রতিবেদন চেয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. আসাদুজ্জামান এ আদেশ দেন। আগামী ১০ এপ্রিল প্রতিবেদন দিতে বলা হয়।
আদালত বলেন, দুদকের প্রতিবেদন পাওয়ার পর আদালত সিদ্ধান্ত নেবেন আসামিদের বিরুদ্ধে অপরাধ আমলে নেওয়া হবে কি না। ঢাকা ওয়াসা কর্মচারী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের পক্ষে সমিতির সম্পাদক শাহাব উদ্দিন সরকারের দায়ের করা মামলায় এ আদেশ দেওয়া হয়েছে।
মামলায় অন্য যারা আসামি তারা হলেন—ঢাকা ওয়াসার প্রকৌশলী শারমিন হক আমীর, সাবেক রাজস্ব পরিদর্শক মিঞা মিজানুর রহমান, প্রকৌশলী মো. আখতারুজ্জামান, রাজস্ব পরিদর্শক জাকির হোসেন, প্রকৌশলী বদরুল আলম, জনতা ব্যাংকের সাবেক ডিজিএম শ্যামল বিশ্বাস, উপসচিব শেখ এনায়েত উল্লাহ ও উপপ্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা সালেকুর রহমান।
আজ মামলার বাদীর দেওয়া অর্থ আত্মসাৎসংক্রান্ত কাগজপত্র পর্যালোচনা করতে গিয়ে আদালত বলেন, দুদকে কী কাগজপত্র আছে বা এ-সংক্রান্ত কী কী অভিযোগ আছে, তা আগে জানা প্রয়োজন। পরে তিনি দুদকের প্রতিবেদন তলব করেন। দুর্নীতি দমন কমিশনের বিশেষ পিপি মীর আহমেদ আলী সালাম বিষয়টি নিশ্চিত করেন।
বাদী পক্ষের আইনজীবী গাফফার হোসেন বলেন, গত বছর ১০ নভেম্বর মামলাটি দায়ের করা হয়। আদালত আজ শুনানির জন্য দিন ধার্য করে বাদীকে অভিযোগের স্বপক্ষে কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। বাদী অভিযোগসংক্রান্ত নথিপত্র আদালতে দাখিল করেন।