ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে সাত্তার ভূঁইয়া জয়ী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) সংসদীয় আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আব্দুস সাত্তার ভূঁইয়া বেসরকারিকভাবে নির্বাচিত হয়েছেন। কলার ছড়ি প্রতীকে তিনি পেয়েছেন ৪৪ হাজার ৮১৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী (লাঙ্গল) পেয়েছেন ৯ হাজার ৫৮০ ভোট।

এ ছাড়া আরেক স্বতন্ত্র প্রার্থী আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কথিত ‘নিখোঁজ’ আবু আসিফ আহমেদ মোটরগাড়ি প্রতীকে পেয়েছেন ৩ হাজার ২৩৮ ভোট এবং জাকের পার্টির জহিরুল হক জুয়েল (গোলাপ ফুল) পেয়েছেন ১ হাজার ৪২৭ ভোট। জেলা পুলিশের বিশেষ শাখা সূত্রে এসব তথ্য জানা গেছে।

universel cardiac hospital

সংসদ থেকে পদত্যাগের পর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার পদ ছাড়েন আব্দুস সাত্তার ভূঁইয়া। পরে দল থেকে তাঁকে বহিষ্কার করা হয়। দলের নির্দেশনার বাইরে গিয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপনির্বাচনে অংশ নেন। আওয়ামী লীগ এ আসনে প্রার্থী দেয়নি। তবে দলটির তিনজন নেতা স্বতন্ত্র হিসেবে মনোনয়ন সংগ্রহ করলেও পরে তারা প্রত্যাহার করে নেন।

শেয়ার করুন