সেপ্টেম্বরে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে আগামী ৯-১০ সেপ্টেম্বর দুইদিনের সফরে নয়াদিল্লি যেতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে আগামী ৫-৯ মার্চ কাতারে অনুষ্ঠেয় স্বল্পোন্নত দেশগুলোর পঞ্চম জাতিসংঘ সম্মেলনের দ্বিতীয় পর্বে (এলডিসি-৫) সরকারপ্রধানের অংশ নেওয়ার কথা রয়েছে। তবে এখনো জাপান সফরের সময়সূচি চূড়ান্ত হয়নি। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র সেহেলী সাবরীন প্রথম সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেহেলী সাবরীন জানান, বিশ্বের প্রধান অর্থনীতির দেশগুলোর কৌশলগত বহুপক্ষীয় সংগঠন জি-২০ এর সভাপতি হিসেবে প্রতিবেশী বন্ধুদেশ ভারত এবারের সম্মেলনে বাংলাদেশকে অতিথি রাষ্ট্র হিসেবে আমন্ত্রণ জানিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে সেপ্টেম্বরের শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশ নেয়ার জোর সম্ভাবনা রয়েছে।

universel cardiac hospital

জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে অংশ নিতে ১-২ মার্চ ভারত সফরে যাবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এর আগে চলতি মাসের মধ্যভাগে প্রতিবেশী দেশটির পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রার ঢাকা সফরের কথা রয়েছে। তবে তাঁর সফরের সূচি এখনো চূড়ান্ত হয়নি।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর কাতার সফর নিয়ে পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে। জাপান সফরের বিষয়ে দেশটির সঙ্গে আলোচনা চলছে।

অন্যদিকে উন্নয়নের পথে বাংলাদেশের অগ্রযাত্রায় ‘সফট পাওয়ার’ এর বিশেষ ভূমিকা হিসেবে প্রথমবারের মতো বিদেশি কূটনীতিকরা বাংলাদেশে স্নাতকোত্তর প্রশিক্ষণ গ্রহণ করছেন। এ প্রসঙ্গে সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র সেহেলী জানান, বর্তমানে ২৯তম বিশেষায়িত কূটনৈতিক প্রশিক্ষণ কার্যক্রমে ১১জন বাংলাদেশি নবীন কূটনীতিকের পাশাপাশি এবারই প্রথম পাঁচ বিদেশি কূটনীতিক অংশ নিয়েছেন। কেনিয়া, মালদ্বীপ, ইরাক, নাইজেরিয়া ও গাম্বিয়ার এ কূটনীতিকদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে প্রফেশনাল মাস্টার্স সনদ দেওয়া হবে।

ব্রিফিংয়ের শুরুতে লিখিত বক্তব্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, আগামী ৪-৫ ফেব্রুয়ারি মালয়েশিয়ার নবগঠিত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন ইসমাইল ঢাকায় আসছেন। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সফরের সময় দেশটিতে বাংলাদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ ও দ্রুত করতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদের সঙ্গে বৈঠক করবেন।

তিনি জানান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের নেতৃত্বে এফবিসিসিআই, ই-কমার্স ও বিজিএমইএ’র প্রতিনিধি দল দক্ষিণ আফ্রিকা সফরে (১-৩ ফেব্রুয়ারি) রয়েছেন। সফরকালে দেশটিতে কনস্যুলেট স্থাপন, উচ্চ শিক্ষা, নৌ পরিবহন, বাণিজ্য সহযোগিতা, বিমান পরিষেবা ও দ্বৈত কর পরিহারের বিষয়ে সমঝোতা স্মারক সই হতে পারে। এ সফরের পর প্রতিমন্ত্রীর ৬-১২ ফেব্রুয়ারি পর্যন্ত বতসোয়ানা ও এসওয়াতিনি সফরের কথা রয়েছে।

শেয়ার করুন