ডাও জোনস সূচক থেকে ছিটকে গেলেন আদানি

মত ও পথ ডেস্ক

গৌতম আদানি

বিপদ যখন আসে, চারদিক থেকেই আসে। ভারতের দ্বিতীয় শীর্ষ ধনী গৌতম আদানি এখন হাড়ে হাড়ে তা টের পাচ্ছেন। এবার নতুন খবর হলো, যুক্তরাষ্ট্রের শেয়ার সূচক এস অ্যান্ড পি ডাও জোনসের সাসটেইনেবিলিটি সূচক থেকে বের করে দেওয়া হচ্ছে আদানি গোষ্ঠীর মালিকানাধীন কোম্পানি আদানি এন্টারপ্রাইজসকে।

মূলত গতকাল শুক্রবার আদানি এন্টারপ্রাইজসের শেয়ারের দর কমার কারণে ডাও জোনস সূচকের পতন হয়। তার জেরে আদানি এন্টারপ্রাইজেসকে সূচক থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়।

universel cardiac hospital

৭ ফেব্রুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। খবর সিএনবিসির। ডাও জোনসের এক লাইনের নোটিশে বলা হয়েছে, আদানি গোষ্ঠীর বিরুদ্ধে হিসাবরক্ষণসংক্রান্ত জালিয়াতির অভিযোগের পরিপ্রেক্ষিতে যে মিডিয়া ও স্টেক হোল্ডার বিশ্লেষণ করা হয়েছে, তার জেরে আদানি এন্টারপ্রাইজেসকে ডাও জোনসের সাসটেইনেবিলিটি সূচক থেকে বাদ দেওয়া হচ্ছে।

আদানি এন্টারপ্রাইজস বেশিদিন আগে এই সূচকে অন্তর্ভুক্ত হয়নি। ২০২২ সালের ১৯ ডিসেম্বর এই সূচকে স্থান পায় তারা। এ বিষয়ে গৌতম আদানির সঙ্গে কথা বলার চেষ্টা করে সিএনবিসি। কিন্তু তিনি তাতে সাড়া দেননি।

শেয়ার করুন