সন্ত্রাসবাদকে রাজনীতির স্বার্থে ব্যবহার করছে পাকিস্তান সরকার: ইমরান

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি : ইন্টারনেট

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান অভিযোগ করে বলেছেন, দেশটির বর্তমান জোট সরকার সাম্প্রতিক সন্ত্রাসবাদকে ‘রাজনৈতিক সুবিধা’র জন্য ব্যবহার করছে। গতকাল শনিবার টেলিভিশনে প্রচারিত এক ভাষণে এ অভিযোগ করেন ইমরান। খবর ডনের।

ইমরান খান বলেছেন, তার সরকারের আমলে সবচেয়ে কম সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। কিন্তু বর্তমান সরকারের সময় এটা বেড়ে গেছে।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খান বলেন, সন্ত্রাসী ঘটনার ধারাবাহিক চিত্র দেখুন। পিটিআই সরকারের সময় এটা কতটা কমে গেছে, তা দেখুন। কেন্দ্রীয় সরকারের যখন পিটিআই ছিল, তখন সন্ত্রাসী ঘটনা কেন কম ঘটেছে?

গত সোমবার জোহরের নামাজের সময় পাকিস্তানের পেশোয়ারে আঞ্চলিক পুলিশ সদর দপ্তরের ভেতরে মসজিদে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। বিস্ফোরণে মসজিদ ভবনের একাংশ পুরোপুরি ধ্বংস হয়ে যায়। নিহত হন ৮০ জনের বেশি মুসল্লি।

পেশোয়ারের হামলার পর গত শুক্রবার সর্বদলীয় বৈঠকের ডাক দেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এ বৈঠকে অংশ নিতে শাহবাজ শরিফ দেশটির প্রধান ইমরান খানকে আমন্ত্রণ জানান। আগামী মঙ্গলবার এ বৈঠক হওয়ার কথা।

শেয়ার করুন